JetSnaps is moving to ReelKite with cheaper plans and same features Try Now -> ReelKite
Create videos like this for free Start Now
Made withAI

Video - Reciting Abundant Salutations on Friday Please confirm the translation before finalizing the code.

Created at: ,
Last Updated:
7
#0g9y4ZCg

জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে শিঙ্গায় ফুঁ দেয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব, তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে।“ (আবু দাউদ, হাদিস: ১০৪৭) জুমার দিনের অন্যতম আমল হলো দরুদ পাঠ করা। প্রিয় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম শুনলে দরুদ পড়া তাঁর প্রতি ভালোবাসার নিদর্শন। আর তাঁকে ভালোবাসা তো আমাদের ঈমানেরই অংশ। পবিত্র কুরআনেও আছে, "নিশ্চয় আল্লাহ (ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মধ্যে) নবীর প্রশংসা করেন এবং তাঁর ফেরেশতাগণ নবীর জন্য দো‘আ করে*। হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দরূদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও।" (সূরা আল-আহযাব, আয়াত: ৫৬) তাই, আমাদের উচিৎ বেশি বেশি দরুদ পাঠ করা। মহান রব্বুল আলামীন আমাদেরকে জুমার দিনসহ প্রতিদিন বেশি করে দরুদ পাঠ করার তৌফিক দান করুক। আমিন

Social Media Caption: Mrkhanyts
Speed: 1.2 x
Image Style: Cinematic
Voice: Amelia
Language Code: en